| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউমার্কেটে কর্মজীবী নারী হোস্টেল থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 15-06-2025 ইং
  • 49208 বার পঠিত
নিউমার্কেটে কর্মজীবী নারী হোস্টেল   থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

সিনিয়র রিপোর্টার : রাজধানীর নিউমার্কেটের কর্মজীবী নারী হোস্টেল থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করতেন ।

রোববার (১৫ জুন) বিকেলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানা এসআই হোসনি মোবারক বলেন, নিউমার্কেট এলাকায় সরকারি কর্মজীবী নারী হোস্টেলে থাকতেন রিয়া আক্তার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই  ওই  নারী ফ্যানের সঙ্গে ঝুলছে।  পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, তিনি অগ্রণী ব্যাংকের দোহার শাখায় চাকরি করতেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি। তার গ্রামের বাড়ি বরিশাল সদরের পলাশপুর। তিনি বিবাহিত। তার স্বামীর নাম সাব্বির হোসেন। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪