| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদুল আজহার ছুটিতে ৯৯৯-এ কল সোয়া ২ লাখ, সবচেয়ে বেশি মারামারি সংক্রান্ত

  • আপডেট টাইম: 15-06-2025 ইং
  • 49319 বার পঠিত
ঈদুল আজহার ছুটিতে ৯৯৯-এ কল সোয়া   ২ লাখ, সবচেয়ে বেশি মারামারি সংক্রান্ত

সিনিয়র রিপোর্টার : ঈদুল আজহার ছুটিতে সারা দেশে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে ১৫ হাজার ৬১৯ জন ব্যক্তি সেবা নিয়েছেন। জরুরি পুলিশি সেবা দেওয়া হয়েছে ১৩ হাজার ৮৩১ জনকে। এর মধ্যে মারামারি সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি ৪ হাজার ১০২ জন সেবা নিয়েছেন ।

রোববার (১৫ জুন) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ থেকে ১৩ জুন ঈদুল আজহার ছুটিতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ২ লাখ ২০ হাজার ৩৮৮টি কল এসেছে। এসব কলের মধ্যে ১৫ হাজার ৬১৯ জন কলারকে  জরুরি সেবা দেয়া হয়েছে।  তার মধ্যে জরুরি পুলিশি সেবা দেয়া হয়েছে  ১৩ হাজার ৮৩১ জনকে, অ্যাম্বুলেন্স সেবা দেয়া হয়েছে ৯৯৩ জনকে,  জরুরি ফায়ার সার্ভিস সেবা দেয়া হয়েছে ৭৯৫ জনকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব ব্যক্তি জরুরি সেবা পেয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ১০২ জন আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি সংক্রান্ত বিষয়ে সেবা নিয়েছেন। এ ছাড়া ১ হাজার ২১৪ জনকে লেনদেন নিয়ে জোর করে আটকে রাখা, ১ হাজার ৬২ জনকে জরুরি অ্যাম্বুলেন্স ও জরুরি মেডিকেল সেবা এবং ৯৯২ জনকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেবা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছাড়া ১ হাজার ২৭১ জনকে ঈদুল আজহায় গরুর হাটে চাঁদাবাজি, রাস্তায় চাঁদাবাজি, নদীতে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়ার অভিযোগ, অজ্ঞান-মলম পার্টি এবং শব্দদূষণ সংক্রান্ত বিষয়ে সেবা দেওয়া হয়েছে। বিভিন্ন কারণে কাউকে আটকে রাখা সংক্রান্ত বিষয়ে সেবা দেওয়া হয়েছে ১২১৪ জন কলারকে। ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে ১০৬২ জন কলারকে। বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে সেবা দেওয়া হয়েছে ৯৯২ জন কলারকে।

 এ বিষয়ে পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার রিপোর্টার্স ২৪ কে বলেন, ৫ জুন থেকে ১৩ জুন পর্যন্ত জরুরি সেবা ৯৯৯ কল পেয়েছে ২ লাখ ২০ হাজার ৩৮৮ কলার। এবার ঈদের ছুটিতে মারামারি সংক্রান্ত বিষয়ে বেশি সেবা নিয়েছেন ।  তবে না বুঝে অপ্রয়োজনীয় কলই বেশি এসেছে। তাদেরকে আমরা বুঝিয়ে বলেছি। যা জরুরি সেবার মধ্যে পড়ে না।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪