| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রমিকদের সুরক্ষায় শ্রম আইন ২০০৬ সংশোধন করা হবে : শ্রম সচিব

  • আপডেট টাইম: 15-06-2025 ইং
  • 49288 বার পঠিত
শ্রমিকদের সুরক্ষায় শ্রম আইন ২০০৬ সংশোধন করা হবে : শ্রম সচিব
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন,  শ্রমিকদের কল্যাণ, তাদের সামাজিক নিরাপত্তা এবং অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য শীঘ্রই শ্রম আইন-২০০৬ সংশোধন করা হবে।

সুইজারল্যান্ডের জেনেভায় গত শুক্রবার বেটার ওয়ার্ক বাংলাদেশের প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত বৈঠকে সচিব এ কথা জানান। 

বৈঠকে আইএলও রোডম্যাপ, কর্মক্ষেত্রে ক্ষতিপূরণ, সোশ্যাল ডায়ালগ, আইএলও কনভেনশন এবং ফ্যাক্টরি পরিদর্শনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে ৪৫০টি কারখানায় নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ঘটানো হয়েছে, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়াকে উৎসাহিত করতে এ বছর ২৪টি কারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেয়ার কথাও জানান তিনি। 

তিনি বলেন, শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদার করতে ১২২ জন নতুন শ্রম পরিদর্শক নিয়োগ দেয়া হবে।

বৈঠকে বেটার ওয়ার্ক বাংলাদেশ এর পরিচালক, হেড অব পলিসি রিচার্জ ও ইভালুয়েশন, হেড অব পার্টনারশিপ অ্যাডভোকেসি ও কমিউনিকেশন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪