| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণ-অভ্যুত্থানে কোনাবাড়ীতে কলেজছাত্র হৃদয় হত্যা: ১৭ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

  • আপডেট টাইম: 15-06-2025 ইং
  • 49290 বার পঠিত
গণ-অভ্যুত্থানে কোনাবাড়ীতে কলেজছাত্র হৃদয় হত্যা: ১৭ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : ছাত্র জনতার আন্দোলনে গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র হৃদয় হত্যা মামলায় আগামী ১৭ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার (১৫ জুন) এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশনের পক্ষে আজ আরও দুমাস সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে আগামী ১৭ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আদালতে আজ প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, প্রসিকিউটর এস এম মঈনুল করিম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী দেলোয়ার হোসেন সোহেল।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন কোনাবাড়ি এলাকায় গুলিতে নিহত হন টাঙ্গাইলের হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ছাত্র হৃদয় মিয়া (২০)। লেখাপড়ার পাশাপাশি কোনাবাড়ী এলাকায় বসবাস করে অটো রিকশা চালাতেন হৃদয়। এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি মামলা দায়ের করা হয়।

মামলায় গ্রেফতারকৃত কোনাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, ফাহিম হাসান ও মাহমুদুল হাসান সজীবকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪