| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছুটি শেষে শিল্পকারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য

  • আপডেট টাইম: 15-06-2025 ইং
  • 49520 বার পঠিত
ছুটি শেষে শিল্পকারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য
ছবির ক্যাপশন: ছুটি শেষে শিল্পকারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

ঈদের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য হয়ে উঠতে শুরু করেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া। পোশাক শ্রমিকরা দুই ধাপে পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগদান শুরু করেছেন। ইতোমধ্যে প্রায় ৯৭ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। 

দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে আবারও কর্মমুখর হয়ে উঠেছে শিল্পনগরী সাভার ও আশুলিয়া। শিল্পাঞ্চল সাভারের পোশাক কারখানাগুলো ২টি মেয়াদে ছুটি ঘোষণা করে। কারখানা ভেদে ৯ দিন ও ১০ দিন করে ছুটি ঘোষণা করা হয়।

এরই মধ্যে ২টি মেয়াদের ছুটি শেষ হয়েছে। এ সমস্ত পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। প্রায় ৯ দিন ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা।  পোশাক শ্রমিক বিউটি আক্তার বলেন, আমাদের পোশাক কারখানা ৯ দিন ঈদের ছুটি ঘোষণা করেছিল মালিক কর্তৃপক্ষ। আমি ছুটি শেষে আজ কর্মস্থলে যোগ দিয়ে কাজ শুরু করি এবং আজ থেকেই আমাদের কারখানায় উৎপাদন শুরু হয়েছে।  

একটি কারখানার প্রোডাকশন ম্যানেজার আব্দুল খালেক বলেন, খোলার দিন কর্মস্থলে শ্রমিকদের উপস্থিত বেশ ভালো। ৯৭% শ্রমিক কাজে যোগ দিয়েছে। পরের দিন থেকে সব শ্রমিক কারখানায় উপস্থিত হয়ে উৎপাদন শুরু করবে।

কারখানাটির নির্বাহী পরিচালক উৎপাদন কর্মকর্তা ফরিদুল আলম বলেন, আমাদের কারখানা থেকে উৎপাদন শুরু হয়েছে। কারখানা খোলার দিন শতভাগ শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা উপস্থিত হয়েছেন। পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। 

এ ব্যাপারে জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম খান বলেন, তৈরী পোশাক শ্রমিকরা স্বস্তিতে কর্মস্থলে ফিরে উৎপাদন শুরু করেছেন। তবে আজও কিছু কারখানার ছুটি শেষ হয়নি। বর্তমানে প্রায় ৯০ শতাংশ কারখানা তাদের উৎপাদন শুরু করেছে। এর মধ্যে সাভার ও আশুরিয়া এবং ধামরাই শিল্পাঞ্চলের সব পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। 

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম বলেন, শিল্পাঞ্চলের অনেক পোশাক কারখানাই উৎপাদন শুরু করেছে। আবার অনেক কারখানা এখনও খোলেনি। কারও জরুরি শিপমেন্ট থাকায় হয়ত ছুটির একদিন আগেই খুলেছে। তবে আজ সব পোশাক কারখানা উৎপাদন শুরু করবে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪