স্টাফ রিপোর্টার : দেশের স্বর্ণবাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনায় ২ হাজার ১৮২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা।
শনিবার (১৪ জুন) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ দাম বৃদ্ধির ঘোষণা দেয়। সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য রবিবার (১৫ জুন) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। গত এক মাসে এটি চতুর্থবারের মতো সোনার দাম বাড়ল।
নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ১৭৪৫২৮ টাকা (বৃদ্ধি ২১৮২ টাকা), ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ১৬৬৫৯৭ টাকা (বৃদ্ধি ২১০০ টাকা), ১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ১৪২৮০২ টাকা (বৃদ্ধি ১৮০৮ টাকা), সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১১৮১৬৮ টাকা (বৃদ্ধি ১৫২৮ টাকা)।
এর আগে ৬ জুন সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ২২ ক্যারেট সোনার দাম আরও প্রায় দুই হাজার টাকা বেড়ে গেল।
এদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ২৮১১ টাকা, ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ২৬৮৩ টাকা, ১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ২২৯৮ টাকা, সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ১৭২৬ টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা এবং স্থানীয়ভাবে চাহিদা বাড়ার প্রভাবেই দেশের বাজারে একের পর এক মূল্যবৃদ্ধির ঘটনা ঘটছে।
রিপোর্টার্স২৪/আরএইচ