রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইউক্রেন বিষয়ে টেলিফোনে আলাপ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।
ইসরায়েলে শিগগিরই ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। আল–জাজিরার খবরে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের ধ্বংসাত্মক হামলা চালানো হবে।
ইসরায়েলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইরান। শনিবার ভোরে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা এখনো ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। বিবিসির খবরে জানা যায়, প্রায় দেড় ঘণ্টা আগে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র এফি ডেফরিন বলেন, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর ১৫০টিরও বেশি হামলা চালানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ইসরায়েল কর্তৃক ইরানের উপর নজিরবিহীন হামলার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র নীরবে শত শত হেলফায়ার ক্ষেপণাস্ত্র ইসরায়েলে সরবরাহ করেছে। যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গভীর সমন্বয় এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন জটিলতার ইঙ্গিত দিচ্ছে।