| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোশ্যাল কম্পিটিশনের মধ্যে বাচ্চাদের নিয়ে মাইতেন না: পরীমণি

  • আপডেট টাইম: 19-06-2025 ইং
  • 36530 বার পঠিত
সোশ্যাল কম্পিটিশনের মধ্যে বাচ্চাদের নিয়ে মাইতেন না: পরীমণি
ছবির ক্যাপশন: সোশ্যাল কম্পিটিশনের মধ্যে বাচ্চাদের নিয়ে মাইতেন না: পরীমণি

রিপোর্টার্স২৪ ডেস্কমা হওয়া মানে কেবল সন্তান জন্ম দেওয়া নয়—একটি মন তৈরি করা, একটি হৃদয় গড়া, একটি ছোট জীবনে বড় ভালোবাসার ছায়া হয়ে থাকা। সেই চেষ্টাই যেন করে চলেছেন অভিনেত্রী পরীমণি। নায়িকা, উদ্যোক্তা, মা—তিনটি পরিচয়েই তিনি দৃঢ়। অভিনয়ের ব্যস্ততা, ব্যবসার দায়, শুটিং সব কিছুর মাঝেও এক কোমল ভোরের নাম তার সন্তান ‘রাজ্য’। আর রাজ্যকে ঘিরেই তার নতুন অধ্যায়, নতুন এক জীবনদর্শন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে একটি দীর্ঘ, হৃদয়ছোঁয়া লেখা প্রকাশ করেন পরীমণি। যেখানে উঠে আসে সন্তান পালনে পাওয়া নানা ভুলভাল পরামর্শ, অযাচিত ‘প্যারেন্টিং লেকচার’ এবং তার নিজের চিন্তা, উপলব্ধি ও বোধ।

লেখার শুরুতেই পরীমণি বলেন, খেয়াল করে দেখবেন, আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকবে, যারা ভালোবাসা দেখানোর নামে উপদেশের বন্যা বইয়ে দেবে—তোমার বাচ্চার জন্য এটা করো, ওটা কোরো না। যাদের অনেকেই হয়তো নিজেরাই জানেন না তারা কী বলছেন।

পরীমণির এক পরিচিতজন, মায়ের সমতুল্য’ এক নারী পরামর্শ দিয়েছিলেন, তিন মাস বয়স থেকেই ডিমের কুসুম দিতে হবে, বসা শিখলেই ওয়াকার! কিন্তু পরীমণি তা করেননি। তার ভাষায়, “আমি দেইনি, ওই ম্যাডাম নিজেই কিনে এনে দিয়েছেন ওয়াকার। অথচ এখন তো সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, মেরুদণ্ডের ক্ষতি করে, পঙ্গুত্ব পর্যন্ত হতে পারে!

তবে সেই অভিভাবক শুধু ভুল নয়, কিছু ভালো জিনিসও শিখিয়েছেন। যেমন—ব্রেস্টফিড, তেল মালিশ, গ্যাস বের করার উপায়। সেইসবের জন্য কৃতজ্ঞ পরীমণি। তবু এই লেখার মূল উদ্দেশ্য ছিল অন্য এক ভিডিও দেখে—যেখানে এক মা গুড প্যারেন্টিং-এর নামে বলছিলেন, সাধ্য থাকলেও সন্তানকে সব কিছু কিনে দেওয়া ঠিক নয়।

পরীমণি প্রশ্ন তোলেন, ছোট্ট একটা শিশুকে আপনি কী শেখাতে চাইছেন? অভাব? না কি কৃপণতা? একটা শিশুর বয়স যদি হয় তিন, তখন তো তাকে শেখাতে হবে ভালোবাসা, অনুভব, উদারতা। অভাব শেখাতে গেলে সে বড় হয়ে শিখবে কেবল বঞ্চনা, কিপটেমি, ধোঁকা।

পুত্রের একটি ঘটনা উল্লেখ করে পরীমণি বলেন, আমি বলি, বাজান, যা ভালো লাগে নিয়ে নাও। তারপর আমি দেখি, সে বন্দুক বা পিস্তল নেয় না, যে খেলনাগুলো ক্ষতিকর সেগুলোকে পাশ কাটিয়ে যায়। আমি দেখি সে কিনে আনা খেলনাগুলো সবাইকে ভাগ করে দেয়।

আমি চাই না আমার ছেলেকে কেউ অভাব শেখাক। আমি চাই সে শিখুক মনুষ্যত্ব। আমি চাই, সে বড় হয়ে কারো থেকে কিছু লুকিয়ে না শিখে, উদারতার ভিতরে বেড়ে উঠুক। বলেন পরীমণি। পরীমণি জানেন, প্রত্যেক মা ও শিশুর পথ আলাদা। তবে এই লেখার শেষে তার অনুরোধ কেবল একটাই আপনারা সোশ্যাল কোনো কম্পিটিশনের মধ্যে বাচ্চদের নিয়ে মাইতেন না প্লিজ।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪