আশিস গুপ্ত, নতুন দিল্লি :গত সপ্তাহে আহমেদাবাদে ভয়াবহভাবে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ১৭১-এর ব্ল্যাক বক্স (ফ্লাইট ডাটা রেকর্ডার) বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। ব্ল্যাক বক্সটি বিমানে আগুন লাগার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে ভারতে এমন প্রযুক্তি নেই যা এমনভাবে ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার করতে সক্ষম।ব্ল্যাক বক্সটি ওয়াশিংটন-ভিত্তিক ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড (এনটিএসবি)-এর পরীক্ষাগারে পাঠানো হবে।
বিশ্লেষণের পর প্রাপ্ত রিপোর্ট ভারতের এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)-র সঙ্গে ভাগ করা হবে। এই ব্যুরো এই ভয়াবহ দুর্ঘটনার তদন্ত পরিচালনা করছে। ব্ল্যাক বক্স থেকে তথ্য বের করতে কয়েক দিন থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে, যা নির্ভর করে ক্ষয়ক্ষতির মাত্রার ওপর।গত সপ্তাহে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইটটি, একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই আহমেদাবাদের বিখ্যাত বিজে মেডিক্যাল কলেজের ছাত্রাবাস ভবনে আছড়ে পড়ে।
দুর্ঘটনায় বিমানের ২৪১ জন যাত্রী ও ক্রুসহ মোট ২৭৪ জন এবং নিচে থাকা আরও দুই ডজনের বেশি মানুষ প্রাণ হারান। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে, স্থানীয় তাপমাত্রা তাৎক্ষণিকভাবে প্রায় ১,০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এমন চরম উত্তাপ সম্ভবত ব্ল্যাক বক্সের অতিরিক্ত ক্ষতির কারণ।দুর্ঘটনার দুই দিন পর এএআইবি-এর তদন্ত দল বিমানের ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) ও ফ্লাইট ডাটা রেকর্ডার (এফডিআর) উদ্ধার করে। এই দুটি রেকর্ডার মিলে "ব্ল্যাক বক্স" নামে পরিচিত।
সিভিআর বিমানের ককপিটের ভেতরে পাইলটদের কথোপকথন সহ বিভিন্ন শব্দ রেকর্ড করে, আর এফডিআর বিমানের প্রযুক্তিগত তথ্য সংরক্ষণ করে।ব্ল্যাক বক্স ডিকোড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই দুর্ঘটনার আসল কারণ এবং ঘটনার আগের মুহূর্তগুলোর বিশ্লেষণ সম্ভব হবে। যদিও চূড়ান্ত তথ্য রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই নিশ্চিত নয়, তবুও কয়েকজন বিশেষজ্ঞ সম্ভাব্য কারণ হিসেবে "ডুয়াল ইঞ্জিন ফেলিওর বা উভয় ইঞ্জিন একযোগে অচল হওয়ার তত্ত্ব উপস্থাপন করেছেন।
তদন্তে এএআইবি-এর হাতে তিন মাস সময় রয়েছে, তবে ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ যত দ্রুত সম্পন্ন হবে, দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে দেশবাসী তত দ্রুত জানতে পারবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই তদন্তে স্বচ্ছতা ও আন্তর্জাতিক সহযোগিতার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/ ঝুম