| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিসির বিষয়ে বিএনপি ছাড়া বেশি সংখ্যক দল একমত : আবদুল্লাহ মোহাম্মদ তাহের

  • আপডেট টাইম: 18-06-2025 ইং
  • 40416 বার পঠিত
এনসিসির বিষয়ে বিএনপি ছাড়া বেশি সংখ্যক   দল একমত : আবদুল্লাহ মোহাম্মদ তাহের

সিনিয়র রিপোর্টার : জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা এনসিসিসহ (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) দুটি বিষয়ে কথা বলেছি। ঐকমত্যের অন্যান্য মডিউল, স্ট্রাকচার, ফাংশনাল অথরিটির বিষয়ে আলোচনা হবে আগামীকাল।

বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

তিনি আরও বলেন, আরেকটি বিষয় হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। আমাদের এখানে নির্বাচিত পার্লামেন্ট রাষ্ট্রপতি নির্বাচিত করে থাকে। ঐকমত্য কমিশন রেফার করেছে যে, প্রেসিডেন্ট নির্বাচনটি ইলেক্ট্রোরাল কলেজ পদ্ধতিতে হবে। যেখানে তৃণমূল থেকে সর্বোচ্চ মেম্বর পর্যন্ত ৭০ হাজার ইলেক্ট্রোরাল মেম্বর হবেন। তাদের মাধ্যমে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

 মোহাম্মদ তাহের বলেন, এখানে আমাদের মত হচ্ছে, যে সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হয় অধিকাংশ ক্ষেত্রে তাদেরই মনোনীত লোক নির্বাচিত হয়। সুতরাং এখানে ৭০ হাজার বা ৭০ লাখের কোনো ব্যবধান বিষয় থাকে না। এখানে আমরা দুটো কথা বলছি, প্রথমত, কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মেম্বররা নির্বাচিত হবেন। তাদের নিয়ে যে কনস্টিটিয়েন্সি তৈরি হবে, সেটির ব্যাপারে আমরা সরাসরি নির্বাচনের পক্ষে। তবে সেটা ইউনিয়ন পরিষদের মেম্বর পর্যন্ত হবে নাকি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পর্যন্ত কনসাইজ করা হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে। 

আমরা জেনেছি এনসিসির ব্যাপারে অধিকাংশ দল একমত হয়েছে। তবে বিএনপি বিরোধিতা করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের বিষয়ের জবাবে তাহের বলেন, আমি তো বলিনি সবাই একমত হয়েছে। আমি বলেছি বেশি সংখ্যক দল একমত। আলী রীয়াজ সাহেব বলেছেন, তিন-চতুথাংশ একমত হয়েছে। সেখানে কম সংখ্যক দলে বিএনপিও আছে। 

এর আগে সংবাদ সম্মেলনে তাহের বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলন ইতিহাসের বিরল ঘটনা। এ ঘটনায় দেশের বাকি সব দলই কিছুটা বিব্রত। এখানেই আপত্তি ছিল জামায়াতে ইসলামীর।

আজকের আলোচনায় তাহের ছাড়াও উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪