| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যতদিন ভোট হবে না ততদিনই তাদের গুরুত্ব আছে: জামায়াতকে ইঙ্গিত করে ফখরুল

  • আপডেট টাইম: 18-06-2025 ইং
  • 41161 বার পঠিত
যতদিন ভোট হবে না ততদিনই তাদের গুরুত্ব আছে: জামায়াতকে ইঙ্গিত করে ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুরুত্ব হারানোর ভয়ে একটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় নিয়ে নারাজ। সেজন্য গতকাল তারা ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি। কারণ, তারা জানে নির্বাচন যতদিন হবে না, ততদিনই তাদের গুরুত্ব আছে।

বুধবার (১৮ জুন) দুপুরে রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথবিবৃতি নিয়ে সমালোচনা করে জামায়াত।

অনানুষ্ঠানিকভাবে দলটির নেতারা জানান, সেই ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ঐকমত্য কমিশনের মঙ্গলবারের সভা বয়কট করেন তারা। তবে তাদের অনুপস্থিতিতে বাকি দলগুলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য পৌঁছায়।

এদিকে, মির্জা ফখরুল আরও বলেছেন, মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সরকারের আহ্বানে সাড়া দিয়ে আলোচনার মাধ্যমে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছে বিএনপি।

চাঁদাবাজি বা মানুষের সম্পদ দখল না করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, মানুষকে ভালোবেসে ভোট নিতে হবে। জনগণের ভালোবাসা ছাড়া রাজনৈতিকভাবে সফল হওয়া সম্ভব নয়।

এ সময় মির্জা ফখরুল জানান, বিএনপিতে আওয়ামী লীগের কাউকে নেয়া হবে না। কিন্তু যারা ভালো মানুষ, তাদেরকে বাদ দেয়া হবে না।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪