| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা, পালটা হামলা ইরানের

  • আপডেট টাইম: 18-06-2025 ইং
  • 41555 বার পঠিত
ফের ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা, পালটা হামলা ইরানের
ছবির ক্যাপশন: ফের ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা, পালটা হামলা ইরানের

রিপোর্টার্স২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান ও ইসরাইলের মাঝে টানা পঞ্চম দিনের মতো হামলা-পালটা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে।

বুধবার (১৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইরানের নতুন আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলায় তেলআবিবসহ গোটা ইসরাইলে সতর্কতা সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বুধবার সকালের দিকে ইসরাইলি আকাশে ক্ষেপণাস্ত্রের ধারা স্পষ্ট দেখা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র কিংবা ধ্বংসাবশেষ সরাসরি জেরুজালেম এবং বৃহত্তর তেলআবিব অঞ্চলে আঘাত হেনেছে। ইরানের হামলায় ইসরাইলে একটি পার্কিং লটে আগুন ধরে যায়। এতে ২০টি গাড়ি পুড়ে গেছে। অন্যদিকে ইসরাইলও তেহরানে পালটা হামলার ঘোষণা দিয়েছে।

এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি বার্তায় লিখেছেন— ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’

‘হায়দার’ হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই আলী (রা.)-এর আরেক নাম। ইরানসহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪