| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনির পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো, হুমকি ইসরায়েলের

  • আপডেট টাইম: 17-06-2025 ইং
  • 43706 বার পঠিত
খামেনির পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো, হুমকি ইসরায়েলের
ছবির ক্যাপশন: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: এএফপি

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানায়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোট হামলা চালিয়ে ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে উৎখাত করে। ২০০৬ সালে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমি ইরানের স্বৈরশাসককে সতর্ক করছি, যেন তিনি যুদ্ধাপরাধ করা এবং ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করেন।’

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইরানের প্রতিবেশী এক দেশের স্বৈরশাসক ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিল, খামেনি তাঁর (সাদ্দাম হোসেন) পরিণতি মনে রাখলেই ভালো করবেন।’

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে তারা ইরানের পশ্চিমাঞ্চলে একযোগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

আল–জাজিরার খবরে এ কথা জানিয়ে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কিছু জানা যায়নি।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪