স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সার্বিক সমন্বয় করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন ও রুবেল আমিন।
এদিকে, বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে এতে অংশ নেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান মেহেদী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার, ইউট্যাব কেন্দ্রীয় সংসদের যুগ্ম-মহাসচিব প্রোফেসর এফ এম আমিনুজ্জামান, শেকৃবি সাদা দলের সাধারণ সম্পাদক ড. নুর মহল আক্তার বানু, কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, শেকৃবি এ্যাব-এর সভাপতি প্রফেসর ড. রুহুল আমিন, রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম সুলতান প্রমুখ।
রিপোর্টার্স২৪/আরএইচ