রিপোর্টার্স২৪ ডেস্ক :
ভেঙে ফেলা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি ম্যুরাল। বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অফিস সংলগ্ন পুকুরঘেষা ম্যুরালটির নাম ‘অঞ্জলি লহ মোর’।
একজন নারী দুহাত সংযুক্ত করে অঞ্জলি দিচ্ছে, ম্যুরালটি সেই ভাবনা বহন করতো। যেটি দেশের প্রখ্যাত নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক, নৃত্য প্রশিক্ষক ও অভিনেত্রী মুনমুন আহমেদের হাতের ছবি থেকে করেছিলেন ভাস্কর্যবিদ মনিন্দ্র পাল। মুনমুন আহমেদ নিজেই বিষয়টি জানিয়েছেন এক ফেসবুক পোস্টে।
এই মুহূর্তে সেটি ভেঙে ফেলা হচ্ছে বলে জানা গেছে। ম্যুরাল ভাঙার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে মুনমুন আহমেদ নিজেই লিখেছেন, খুবই দুঃখজনক, এই মুহূর্তে সেটি ভেঙে ফেলা হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ম্যুরাল ‘অঞ্জলি লহ মোর! যেটি আমার হাতের ছবি থেকে করা হয়েছিল। এটি ভাস্কর্যবিদ মনিন্দ্র পাল করেছিলেন।
নিজের হাতের আদলে তৈরি ম্যুরালের পাশে একই ভঙ্গিতে মুনমুন আহমেদ সেই পোস্টের নিচে একজন জানতে চেয়েছেন, ‘কেন ভেঙে ফেলা হচ্ছে?’ সেই প্রশ্নের জবাবে মুনমুন লিখেছেন, ‘দেশে কোন ভাস্কর্য থাকতে দেয়া হবে না!’একজন লিখেছেন, ‘কি যে শুরু করেছে! এদেশের ইতিহাস শিল্প সংস্কৃতি সব ধ্বংস করে ফেলছে একদল মানুষরূপী দানব। ঘৃণা জানানোর কোন ভাষা নেই।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘খুবই দুঃখজনক এবং ক্ষুব্ধ’। আরেকজনের মন্তব্য, ‘খুবই বেদনাদায়ক সংবাদ। আমিও এখানে একটা ছবি তুলেছিলাম আপনার মতো। এই হাতটা যে আপনার তখন জানতাম না। এখন জানি বলে আরো বেশি খারাপ লাগছে।
নিজের হাতের আদলে তৈরি ম্যুরালের পাশে একই ভঙ্গিতে মুনমুন আহমেদ অন্য একজন মন্তব্য করেছেন, ‘দুঃখজনক বিষয়টা, তীব্র নিন্দা জানাই।’ এক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘কোথাও কেউ নেই!!!!????’
রিপোর্টার্স২৪/ ঝুম