| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২৪৪, বরিশালে ১৩৮ জন

  • আপডেট টাইম: 17-06-2025 ইং
  • 43072 বার পঠিত
সারাদেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২৪৪, বরিশালে ১৩৮ জন
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ফের বাড়ছে দেশে, তবে এবার সবচেয়ে বেশি বিপর্যস্ত বরিশাল বিভাগ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৪৪ জন, যার মধ্যে ১৩৮ জনই এই বিভাগে শনাক্ত- যা মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি।

সোমবার (১৬ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৪৪ জন।

মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ জন। আর ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি সপ্তাহে একজনসহ এবছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক ৭ শতাংশ নারী।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৪৬৬ জন। এর মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪