| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি নেতা তুষারকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

  • আপডেট টাইম: 17-06-2025 ইং
  • 43252 বার পঠিত
এনসিপি নেতা তুষারকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : নৈতিক স্খলনের অভিযোগে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়।

এতে বলা হয়, আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। ওই বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জানতে চেয়েছেন। উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচদিনের মধ্যে “রাজনৈতিক পর্ষদ” এবং এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হলো।

বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ নির্দেশনা মোতাবেক নির্দেশনা দেওয়া হলো।

দলীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সারোয়ার তুষারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও প্রকাশের মাধ্যমে সারোয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলে ধরেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। অডিওটি প্রকাশ্যে আসতেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তুষারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানান এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪