| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মুফতি ত্বকী উসমানীর

  • আপডেট টাইম: 17-06-2025 ইং
  • 44052 বার পঠিত
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মুফতি ত্বকী উসমানীর
ছবির ক্যাপশন: মুফতি ত্বকী উসমানী

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

বিশ্ববিখ্যাত সুন্নি ইসলামি পণ্ডিত ও শরিয়াহ বিশেষজ্ঞ মুফতি ত্বকী উসমানী ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৬ জুন) এক্স (সাবেক টুইটার)-এ নিজের ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। 

ইরানের প্রতিরোধের প্রশংসা করে মুফতি ত্বকী উসমানী বলেন, ইসরায়েলি আগ্রাসনে বিপুল ক্ষতির মুখে পড়ার পরও ইরান শক্ত প্রতিরোধ গড়ে তুলছে। ইসরায়েল এবার প্রথমবারের মতো বুঝতে পারছে—বোমাবর্ষণ কী জিনিস।

মুসলিম বিশ্বকে ঘিরে ইসরায়েলের ষড়যন্ত্র আর গোপন কিছু নয় উল্লেখ করে ত্বকী উসমানী বলেন, এটি আল্লাহর পক্ষ থেকে মুসলিম দেশগুলোর জন্য আরেকটি সুযোগ—যেন তারা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি হুমকি পুরোপুরি রুখে দিতে পারে।

মুফতি ত্বকী উসমানী পাকিস্তানের একজন শীর্ষস্থানীয় আলেম, যিনি ইসলামি আইন, অর্থনীতি ও হাদীসশাস্ত্রে অগাধ পাণ্ডিত্ব ও অবদানের জন্য বিশ্বব্যাপী পরিচিত। ১৯৪৩ সালের ৩ অক্টোবর ভারতের সাহারানপুর জেলার দেওবন্দে জন্মগ্রহণকারী এই মনীষী দারুল উলুম দেওবন্দ ও করাচি বিশ্ববিদ্যালয়ে ইসলামি শিক্ষা এবং আধুনিক বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবে দুই দশক দায়িত্ব পালন করেছেন।

তিনি ইসলামি ব্যাংকিংয়ের একজন পথপ্রদর্শক এবং মিজান ব্যাংকসহ বহু প্রতিষ্ঠান গঠনে নেতৃত্ব দিয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, তওজিহুল কোরআন, তাকমিলা ফাতহুল মুলহিম, ইসলামিক ফাইনান্স: ইন্ট্রোডাকশন ইত্যাদি। 

.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪