| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ক্যাম্পাস এখনো নিরাপদ নয়’ এই বয়ান প্রতিষ্ঠার চক্রান্ত চলছে

  • আপডেট টাইম: 16-06-2025 ইং
  • 45752 বার পঠিত
‘ক্যাম্পাস এখনো নিরাপদ নয়’ এই  বয়ান প্রতিষ্ঠার চক্রান্ত চলছে


সিনিয়র রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে আজ (সোমবার) অবিস্ফোরিত ককটেল উদ্ধার এটি প্রমাণ করে, ‘ক্যাম্পাস এখনো নিরাপদ নয়’ এই বয়ান প্রতিষ্ঠার চক্রান্ত আজও চলমান বলে মন্তব্য করেছেন ঢাবির ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ।

সোমবার (১৬ জুন) তিনি  নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন।

পোস্টে তিনি আরও লেখেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে আজকের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস গঠনের একমাত্র সমাধান  ডাকসু নির্বাচন। এটি বাস্তবায়নে প্রশাসনকে প্রতিটি সম্ভাব্য কনসার্ন বিবেচনায় নিয়ে যথাযথ সক্ষমতা ও দক্ষতার পরিচয় দিতে হবে।   ফেসবুক পোস্টে লেখেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা সত্ত্বেও ডাকসু পেছানোর ষড়যন্ত্রকে থামাতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বসম্মানে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।

উল্লেখ্য, সোমবার (১৬ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ৭টি ককটেল দেখতে পাওয়া যায়। পরবর্তী সকাল ৯টার পর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪