| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলের ৫ শহরে ইরানের মিসাইল হামলা, বাসিন্দাদের পালাতে বলল সেনাবাহিনী

  • আপডেট টাইম: 15-06-2025 ইং
  • 49929 বার পঠিত
ইসরায়েলের ৫ শহরে ইরানের মিসাইল হামলা, বাসিন্দাদের পালাতে বলল সেনাবাহিনী
ছবির ক্যাপশন: ইরান থেকে ইসরায়েলের হাইফা শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জরুরি কর্মীরা তৎপরতা চালাচ্ছেন [শির টোরেম/রয়টার্স]

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েল লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থার সব স্তর ভেদ করে তেল আবিব, হাইফাসহ ৫ শহরে শহরে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। 

সোমবার (১৬ জুন) রাতে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।

সিএনএনের খবরে বলা হয়েছে, ইরান থেকে নতুন করে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাই ইসরায়েলি নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিএনএনের সংবাদ কর্মীরা জানিয়েছেন, তেল আবিবে সাইরেন শোনা গেছে এবং বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে ও ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা চলছে।

এদিকে আল–জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল সব বিমানবন্দর ও আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ‘ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থার স্তরগুলো’ ভেদ করে গেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে সেখানে সাইরেন বাজানো হয়েছে এবং লোকজনকে দ্রুত আশ্রয় নিতে বলা হয়েছে।

বিবিসি বলছে, জেরুজালেম ও তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কারণ ইসরায়েলের ‘আয়রন ডোম’ ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। এদিকে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা স্থানীয়দের ‘সংরক্ষিত এলাকায়’ চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪