| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: ইসরায়েল

  • আপডেট টাইম: 15-06-2025 ইং
  • 50277 বার পঠিত
ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: ইসরায়েল
ছবির ক্যাপশন: ইরানের গত রাতের হামলায় বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতা চালায় ইসরায়েলি উদ্ধারকর্মীরা। বাত ইয়াম, ইসরায়েল ১৫ জুন ২০২৫ছবি: এএফপি

ইন্টারন্যাশনাল ডেস্ক : আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন করে হামলা চালানোর কথা বলা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে। হামলা প্রতিহত করতে ও প্রয়োজনে পাল্টা হামলার জন্য তাদের বিমানবাহিনী অভিযান শুরু করেছে। ইসরায়েলের নাগরিকদের সেনাবাহিনীর দেওয়া নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪