| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একদিনে করোনায় নতুন ২৬ রোগী শনাক্ত, একজনের মৃত্যু

  • আপডেট টাইম: 15-06-2025 ইং
  • 49231 বার পঠিত
একদিনে করোনায় নতুন ২৬ রোগী শনাক্ত, একজনের মৃত্যু
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ সময়ে করোনাভাইরাসে একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই মাসেই ভাইরাসটিতে ৪ জনের মৃত্যু হয়েছে ।

রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নতুন ২৬ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে। আর এতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ৫০৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ। মোট করোনা পরীক্ষায় এপর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ। এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪১০ জনে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪