ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলি সরকারের এক বিবৃতিতে জানিয়েছে যে ইসরায়েলে ইরানের হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৩৮০ জন আহত হয়েছে। এতে বলা হয়েছে যে নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
আহতদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর এবং বাকিদের সামান্য বা মাঝারি আঘাত রয়েছে।
রোববার (১৫ জুন) আল জাজিরা এ খবর দিয়েছে।
ইসরায়েলের বিবৃতিতে আরও বলা হয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে ২০০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে ইরান। যার মধ্যে ইসরায়েলের ২২টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক খবরে বলা হয়েছে, কিছুক্ষণ আগে রোববার সন্ধ্যার পরে (১৫ জুন) ইরান ইসরায়েলের উপর নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়ার কয়েক মিনিট পরেই এই বিবৃতিটি প্রকাশিত হয়েছে, যেখানে নাগরিকদের সুরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
আল জাজিরার আরেক খবরে বলা হয়েছে, ইরান জানিয়েছে, তারা কোনও দেশের মাধ্যমে ইসরায়েলকে বার্তা পাঠায়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত দাবি অস্বীকার করেছেন। তিনি আধা-সরকারি মেহের সংবাদ সংস্থাকে বলেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনও দেশের মাধ্যমে ইসরায়েলকে কোনও বার্তা পাঠায়নি।’
এর আগে, আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যম সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলিডেসের উদ্ধৃতি দিয়ে বলেছিল যে ইরান সাইপ্রাসকে ইসরায়েলকে "কিছু বার্তা" পৌঁছে দিতে বলেছে, তবে আরও বিস্তারিত কিছু বলা হয়নি।
রিপোর্টার্স ২৪/ এম