ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাজ্য। শনিবার (১৪ জুন) এমনটাই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
যুক্তরাষ্ট্র থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, জি-৭ সম্মেলনে যোগ দিতে কানাডা যাওয়ার পথে নিজ বিমানে সাংবাদিকদের সাথে আলাপকালে স্টারমার বলেছেন, ‘জরুরি সহায়তা প্রদানে প্রস্তুতির অংশ হিসেবে আমরা এ অঞ্চলে যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম বা রসদ মোতায়েন করছি।’
তিনি জানান, ইসরাইল শুক্রবারে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন।
সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এ হামলায় ইরানের শীর্ষ সামরিক ও বিপ্লবী গার্ড বাহিনীর কর্মকর্তা ও সাধারণ নাগরিকসহ বহু মানুষ নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইলের ওপর পাল্টা হামলা চালায়।
স্টারমার বলেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং অত্যন্ত ‘গুরুতর’ পর্যায়ে রয়েছে।
তিনি আরো জানান, ‘আমরা আমাদের মিত্রদের সাথে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি। আমি নিজে ও পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি উভয়েই আলোচনায় রয়েছি। ল্যামি ইরান সরকারের সাথেও কথা বলেছেন।’
স্টারমার বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট, উত্তেজনা হ্রাস করতে হবে। তাই আমরা যা করছি এবং যা বলছি সবই উত্তেজনা প্রশমনের লক্ষ্যে।’
সূত্র : বাসস