স্থানীয় সূত্রে জানা গেছে, সীমা আক্তার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আব্দুল শেখের মেয়ে। পাঁচ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় নগরকান্দা উপজেলার চাঁদহাট ইউনিয়নের গোপালবদ্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মামুন মিয়ার সঙ্গে। তবে এটাই ছিল না মামুনের প্রথম বিয়ে- আগের দুটি বিয়ের তথ্য গোপন রেখেই সীমাকে বিয়ে করেন তিনি
উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোতাহার হোসেন জানান, গহরদি বাদশার বাড়ি এলাকায় জামায়াতের পথসভা চলাকালে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। এতে অন্তত পাঁচজন আহত হন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে ওই শিশু বাড়ি থেকে না বলে নিজেই শহরের বিআইডাব্লিউটিএ মোড় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজে না পেয়ে ৯৯৯ কল দেয় স্বজনরা। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস নৌ ইউনিটের ডুবুরিরা ঘটনাস্থলে আসেন।
আসাদুজ্জামান পলাশ বলেছেন, লন্ডন বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বৈঠকের ফলে এদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নির্বাচনের একটি রোডম্যাপ নির্ধারণ করায় এদেশে অস্তিরতা নিরসন হয়েছে।