| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজকে আমি খুবই খুশি, খুশিতে আমার কান্না চলে আসছে: রিনা খান

  • আপডেট টাইম: 17-06-2025 ইং
  • 42739 বার পঠিত
আজকে আমি খুবই খুশি, খুশিতে আমার কান্না চলে আসছে: রিনা খান
ছবির ক্যাপশন: আজকে আমি খুবই খুশি, খুশিতে আমার কান্না চলে আসছে: রিনা খান

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

ঢাকাই চলচ্চিত্রের খলচরিত্রের জনপ্রিয় মুখ রিনা খান (আসল নাম সেলিমা সুলতানা) দাবি করেছেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই বিগত সরকার আমলে তাকে এবং তার পরিবারকে রাজনৈতিক হয়রানির শিকার হতে হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে রিনা খান বলেন, “আমি জিসাস (জিয়া সাংস্কৃতিক সংগঠন) কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রী। বিএনপি করি বলেই আজ এই অবস্থায় পড়েছি। আমাদের পরিবারকে বছরের পর বছর ধরে নিপীড়ন সহ্য করতে হয়েছে।”

তিনি জানান, তার বড় ছেলে ২০০৯ সালে জার্মানিতে গেছেন। অথচ আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, এমনকি ওয়ারেন্টও জারি করা হয়। ছোট ছেলের বিরুদ্ধেও হয়রানিমূলক তৎপরতা ছিল বলে অভিযোগ করেন তিনি।

রিনা বলেন, আমি ঘরে থাকতে পারতাম না, কোনো অনুষ্ঠান করতে পারতাম না। বিটিভিতেও আমাকে ডাকা হতো না। আমি শুধু একজন মা নই, একজন নির্যাতিত শিল্পীও। আজ সেই দুঃসময় পেছনে ফেলে নতুন আশায় এসেছি।

তিনি জানান, ছেলের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের আবেদন জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদসহ দলের অন্যান্য নেতা তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন বলেও জানান।  আজকে আমি খুব খুশি, খুশিতে চোখে পানি চলে এসেছে,—যোগ করেন এই অভিজ্ঞ অভিনেত্রী।

প্রসঙ্গত, রিনা খান ১৯৮২ সালে ‘সোহাগ মিলন’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। খলচরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেলেও, তিনি ইতিবাচক চরিত্রেও নিজেকে প্রমাণ করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪