| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছোটখাটো কারণে ডিভোর্স হয় এখন, তারপর মেয়েরা টাকা নিয়ে চলে যায়

  • আপডেট টাইম: 15-06-2025 ইং
  • 49260 বার পঠিত
ছোটখাটো কারণে ডিভোর্স হয় এখন, তারপর মেয়েরা টাকা নিয়ে চলে যায়
ছবির ক্যাপশন: ছোটখাটো কারণে ডিভোর্স হয় এখন, তারপর মেয়েরা টাকা নিয়ে চলে যায়’

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকেই এখন বিচ্ছেদ হয়ে যাচ্ছে।এমনই মন্তব্য করলেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে অংশ নিয়ে ডিভোর্স ও আর্থিক বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন জনপ্রিয় এই অভিনেতা। 

সালমানের এই মন্তব্যের একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়ে নেটদুনিয়ায় ঝড় তুলেছে। ভাইরাল হওয়া ওই ক্লিপে সালমান খানকে বলতে শোনা যায়, আগে মানুষ একে অপরের জন্য ত্যাগ স্বীকার করত। মানিয়ে চলার একটা মানসিকতা ছিল। এখন রাতে গায়ের ওপর পা রাখা বা নাক ডাকার মতো ছোট বিষয়েও ডিভোর্স হয়ে যায়। আর একবার ডিভোর্স হলে তো ছেলেদের অর্ধেক টাকা মেয়েরা নিয়ে যায়।

সালমানের এই মন্তব্য শুনে কপিল শর্মা, অর্চনা পূরণ সিং এবং নভজ্যোৎ সিং সিধুকে হাসতে দেখা যায়। তবে এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। কেউ কেউ সালমানের কথায় সমর্থন জানালেও, অনেকেই এটিকে 'পুরুষতান্ত্রিক' দৃষ্টিভঙ্গি বলে আখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত, সালমান খানকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘সিকান্দার’ ছবিতে। মুক্তির পর কিছুটা সাড়া ফেললেও বক্স অফিসে বিশেষ সাফল্য পায়নি ছবিটি; কোনো মতে ১০০ কোটির গণ্ডি পার করলেও সেটিকে ফ্লপ বলেই ধরা হচ্ছে।

এদিকে শিগগিরই নতুন ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন এই অভিনেতা। পরিচালক অপূর্ব লঙ্কার পরিচালনায় আসছে সালমান খানের পরবর্তী ছবি, যার গল্প গড়ে উঠেছে ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষকে কেন্দ্র করে। ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩ বই অবলম্বনে নির্মিত এ ছবিতে ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল বি সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সালমানকে।


রিপোর্টার্স২৪/

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪