| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাইরেসির কবলে ‘তাণ্ডব’, দেখা যাচ্ছে অনলাইনে

  • আপডেট টাইম: 15-06-2025 ইং
  • 49421 বার পঠিত
পাইরেসির কবলে ‘তাণ্ডব’, দেখা যাচ্ছে অনলাইনে
ছবির ক্যাপশন: পাইরেসির কবলে ‘তাণ্ডব’, দেখা যাচ্ছে অনলাইনেই

রিপোর্টার্স২৪ ডেস্ক 

ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসির শিকার হয়েছে। ইউটিউব-ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভেসে বেড়াচ্ছে সিনেমাটির ‘এইচডি’ প্রিন্ট ভার্সন। তবে সংশ্লিষ্টরা বলছেন, পাইরেসির সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

তাণ্ডব পাইরেসি ইস্যুতে শনিবার (১৪ জুন) বিকালে এর পরিচালক ও প্রযোজকরা বৈঠক করেছেন।

বৈঠক শেষে পরিচালক রায়হান রাফী বলেন, ‘যারা পাইরেসি করেছে, তাদের কোনো ছাড় নেই। তাদের খুঁজে বের করবোই। আমরা প্রশাসনে জানিয়েছি। আইনি পদক্ষেপ নিচ্ছি। তা ছাড়া আমাদের টেকনিক্যাল টিমও কাজ করছে। এখন টেকনোলজি অনেক উন্নত। যে বা যারা কাজটা করেছে তাদের দ্রুত চিহ্নিত করা হবে। আইনের সামনে দাঁড় করানো হবে।’

এবারের ঈদে যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করেছে শাকিব খানের ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তির প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে হুমড়ি খেয়ে পড়ছে। বাণিজ্যিক ছবির সকল মসলাই যেন রয়েছে শাকিবের এই সিনেমায়। পরিচালক-প্রযোজকরা যখন আরও একটি ব্লকবাস্টার সিনেমার আশায় বুক বাঁধছেন, তখনই পাইরেসির শিকার হলো তাণ্ডব।

‘তাণ্ডব’ রায়হান রাফীর সপ্তম সিনেমা। শাকিব খানের সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। এর আগে এই জুটিকে ‘তুফান’ সিনেমায় দেখা যায়, যেটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।


রিপোর্টার্স২৪ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪