বিশেষ প্রতিনিধি, রিয়াদ হাসান।।
ঠাকুরগাঁও প্রতিনিধি : বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের ডিসি ইশরাত ফারজানা। এ অর্জনের জন্য তাঁকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা মিনিবাস, মাইক্রোবাস ও কোচ মালিক সমিতির নেতৃবৃন্দ।
রোববার (২৯ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি রেজওয়ানুল হক রাজু, সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাবু, সহ-সাধারণ সম্পাদক সবুজ সাহা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সড়ক সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম মামুন এবং সাবেক দপ্তর সম্পাদক নির্ণয় চৌধুরী।
শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় ডিসি ইশরাত ফারজানাকে অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “এই অর্জন ঠাকুরগাঁওবাসীর গর্ব। জেলা প্রশাসনের এই সফলতা এলাকার সার্বিক উন্নয়নের প্রতিফলন।”
জেলা প্রশাসক ইশরাত ফারজানা শুভেচ্ছার জন্য মালিক সমিতির নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে।
রিপোর্টার্স২৪/আরএইচ