বিশেষ প্রতিনিধি, jhuum biswas।।
রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি চাঁদাবাজির কাজে বিএনপির নাম ব্যবহার করছে। এমন কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে উল্লেখ করে তিনি এসব ব্যক্তিদের প্রতিহত করার আহ্বান জানান।
রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়া হচ্ছে। এদের প্রতিহত করতে হবে। মির্জা আব্বাসের নাম নিয়ে কেউ চাঁদাবাজি করলে
তিনি বলেন, পিআর সিস্টেমে নির্বাচন অথবা স্থানীয় নির্বাচন আগে এমন কথা বলে নির্বাচন পিছিয়ে দিয়ে দেশ ও জাতির সর্বানাশ করতে চাচ্ছে কিছু মানুষ।
তিনি আরও বলেন, বিএনপি ১৭ বছর যুদ্ধ করেছে নিজের ভাইদের সঙ্গে আর যুদ্ধ করতে চাই না। রাজনেতিক দলগুলোর ঐক্যের প্রয়োজন। দলে নতুন সদস্য নিবো তবে আওয়ামী লীগকে নয়।
রিপোর্টার্স২৪/ঝুম