বিশেষ প্রতিনিধি, সায়েম উদ্দিন।।
রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় একাধিক ইরানি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে পারবে ইরান। শনিবার সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। রোববার (২৯ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।
গত ১৩ জুন ইরানি পরমাণু ও সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায় ইসরাইল। তাদের দাবি, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই এ হামলা চালানো হয়েছে। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায়ের কথা অস্বীকার করে আসছে।
এরপর যুক্তরাষ্ট্র তেহরানের পরমাণু কর্মসূচির জন্য ব্যবহৃত তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা চালায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হামলায় পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি ‘গুরুতর’, তবে বিস্তারিত জানা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ‘দশকের পর দশক পিছিয়ে’ গেছে।
তবে আইএইএর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, ‘কিছু এখনও অক্ষত আছে।’
তিনি বলেন, ‘তাদের হাতে কয়েক মাসের মধ্যেই, হয়তো এরও কম সময়ে, কিছু সেন্ট্রিফিউজ আবার ঘুরতে শুরু করতে পারে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে।’
আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, হামলার আগে ইরান তাদের অনুমানিক ৪০৮.৬ কেজি (৯০০ পাউন্ড) উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নিতে পেরেছিল কি না। এই ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা, যা বেসামরিক ব্যবহারের চেয়ে বেশি হলেও এখনও অস্ত্র তৈরির মানদণ্ডের নিচে। তবে আরও পরিশোধন করলে এ পরিমাণ ইউরেনিয়াম থেকে তাত্ত্বিকভাবে নয়টির বেশি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।
গ্রসি সিবিএস-কে বলেন, ‘আমরা জানি না এই উপাদান কোথায় থাকতে পারে।’
তিনি বলেন, ‘কিছু অংশ হামলায় ধ্বংস হয়ে যেতে পারে, তবে কিছু হয়তো সরিয়ে নেওয়া হয়েছে। তাই এক পর্যায়ে এ বিষয়ে স্পষ্টতা আসা প্রয়োজন।’
বর্তমানে ইরানি আইনপ্রণেতারা আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পক্ষে ভোট দিয়েছেন এবং তেহরান ক্ষতিগ্রস্ত স্থানগুলো বিশেষ করে মূল সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্ডোতে গ্রসির পরিদর্শনের আবেদন প্রত্যাখ্যান করেছে।
গ্রসি বলেন, ‘আমাদের জানতে হবে সেখানে কী আছে, কোথায় আছে এবং কী ঘটেছে।’
ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে দেওয়া আলাদা এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন না ইরান এই মজুত ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে। ট্রাম্প বলেন, ‘এটি খুব সহজ কাজ নয় এবং আমরা তাদের খুব বেশি সময় দিইনি। তারা কিছু সরাতে পারেনি।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার বলেছেন, ইরানে ‘আইএইএর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও যাচাই প্রক্রিয়ার প্রতি’ ওয়াশিংটন সমর্থন অব্যাহত রাখবে। তিনি গ্রসি ও তার সংস্থার ‘অঙ্গীকার ও পেশাদারিত্বের’ প্রশংসা করেন।
গ্রসির পুরো সাক্ষাৎকার রোববার ‘ফেস দ্য নেশন উইথ মার্গারেট ব্রেনান’ অনুষ্ঠানে সম্প্রচারিত হবে।
.
রিপোর্টার্স২৪/এস