বিশেষ প্রতিনিধি, jhuum biswas।।
রিপোর্টার্স২৪ ডেস্ক : বলিউডের 'কাঁটা লাগা গার্ল' খ্যাত অভিনেত্রী শেফালী জরিওয়ালার অকালমৃত্যুতে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর আগে নিজের একান্ত অনুভূতি প্রকাশ করে তিনি যে শেষ পোস্টটি করেছিলেন, সেটি ঘিরে আরও আবেগপ্রবণ হয়ে উঠেছেন তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শেফালী প্রাক্তন প্রেমিক ও প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তোলা একটি পুরনো ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, সিদ্ধার্থকে জড়িয়ে ধরে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, তোমাকে বড্ড মনে পড়ছে। ওই পোস্টটি এখন ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
শেফালীর ঘনিষ্ঠদের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। কথাবার্তায় ফুটে উঠত অবসাদ ও অতীত স্মৃতির ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে সিদ্ধার্থের মৃত্যুর মতোই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন শেফালিও—যা দুজনের পরিণতির মধ্যে এক অদ্ভুত মিল তৈরি করেছে।
২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমিক্স দিয়ে শোবিজ দুনিয়ায় রাতারাতি পরিচিতি পান শেফালী। এরপর অক্ষয় কুমার ও সালমান খানের সঙ্গে ‘মুঝসে শাদি করবে’ ছবিতে অভিনয় করেন। রিয়ালিটি শো ‘নাচ বলিয়ে’, ‘বিগ বস’ এবং বিভিন্ন মিউজিক ভিডিওতে অংশ নিয়ে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনে গায়ক হরমিত সিংয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেও, ২০০৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ব্যবসায়ী পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়ান এবং দীর্ঘদিন ধরে সংসার করছিলেন। মৃত্যুর দিন, শুক্রবার সকালেই অসুস্থ শেফালীকে পরাগ হাসপাতালে নিয়ে যান, সেখানেই তার মৃত্যু হয়।
শেফালীর হঠাৎ মৃত্যুতে বলিউডসহ তার অসংখ্য ভক্ত শোকাহত। অনেকেই প্রশ্ন তুলেছেন, মৃত্যু কি তবে আগে থেকেই টের পাচ্ছিলেন তিনি?
রিপোর্টার্স২৪/ঝুম