বিশেষ প্রতিনিধি, সায়েম উদ্দিন।।
মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর ২০২৪-২৫ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধি নিয়ে কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮জুন) বিকেলে সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার পাকদী এলাকায় বস্তায় আদা চাষের সফলাতা নিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ ড. সন্তোষ চন্দ্র চন্দ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দীপ্তি রানি সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পল্লব কুমার বাগচী,উপসহকারী কৃষি অফিসার মো: আল আমিনসহ প্রমুখ।
এই অনুষ্ঠানে কৃষকদের মসলা চাষে আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।মাঠ দিবসে বক্তারা মসলা জাতীয় ফসলের চাষ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পের আওতায় কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা করেন এবং তা চাষ করার জন্য উদ্বুদ্ধ করা হয়।ফসল চাষে নিত্য-নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের উদ্বুদ্ধ করা। একইসাথে জমিতে শষ্য বিন্যাসের পরিবর্তনের মাধ্যমে দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে পরিণত করার ব্যাপারে ধারণা দেওয়া হয়। এছাড়া ফসলের নতুন জাতের সাথেও কৃষকদের পরিচয় করানো হয়।
এ সময় স্থানীয় শতাধীক কৃষক-কৃষাণী, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
.
রিপোর্টার্স২৪/এস