বিশেষ প্রতিনিধি, masum।।
ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে আমি কী করতে যাচ্ছি তা কেউ জানে না। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি এটা করতে পারি, আবার আমি না-ও করতে পারি।’
কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কাছাকাছি যাচ্ছে কি না, জানতে চাইলে ট্রাম্প উত্তরে বলেন, ‘আমি এটা বলতে পারি না...আপনি কি সত্যিই ভাবছেন যে আমি এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি?’
ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন না আমি এটাও করতে যাচ্ছি কি না। আমি এটা করতে পারি, আবার না-ও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।’
ইরান অনেক সমস্যায় পড়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, এবং তারা আলোচনা করতে চায়। আর আমি বলেছিলাম, ‘কেন তোমরা আগে আমার সঙ্গে আলোচনা করোনি–এত সব মৃত্যু ও ধ্বংসের আগে কেন তোমরা আলোচনা করোনি?’
ইউএস প্রেসিডেন্ট বলেন, ‘আমি জনগণকে বলেছিলাম, কেন তোমরা দুই সপ্তাহ আগে আমার সঙ্গে আলোচনা করোনি? তোমরা ভালো করতে পারতে। তোমাদের একটি দেশ থাকত।’
বিবিসির খবরে বলা হয়, ট্রাম্প আরও বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা প্রায় ধ্বংস হয়ে যাওয়ায় তিনি নিশ্চিত নন, এই সংঘাত ‘কত দিন চলবে’।
ট্রাম্প বলেন, ‘দুটি সহজ শব্দ—নিঃশর্ত আত্মসমর্পণ। আমি আর সহ্য করব না।’ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাঁর বিশ্বাস, দেশটি ওই কর্মসূচির পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে।
ট্রাম্প যোগ করেন, তিনি ইরানিদের পছন্দ করেন এবং নিজের কর্মজীবনে অনেক ইরানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গতকালও ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে ইরানকে ঘিরে গতকাল কয়েকটি পোস্ট করেছিলেন ট্রাম্প। এর একটিতে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন।
ট্রাম্প লিখেছেন,‘তিনি (খামেনি) সহজ লক্ষ্যবস্তু, তবে যে জায়গায় আছেন, নিরাপদ আছেন। আমরা তাঁকে ‘অপসারণ’ (হত্যা!) করব না। অন্তত এখনই না।’ তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের ওপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক।’ এরপর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প যোগ করেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।’
একটি অন্য পোস্টে ট্রাম্প লিখেছিলেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ!’। ইরানের প্রতি এই বার্তা দিয়েছিলেন তিনি।
রিপোর্টার্স ২৪/এমবি