বিশেষ প্রতিনিধি, masum।।
ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েল-ইরানের মধ্যে গত শুক্রবার থেকে সংঘাত চলছে। পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে ৪০০ টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এ ছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েক শ ড্রোন পাঠিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর আজ বুধবার এসব তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইরান থেকে উৎক্ষেপণ করা মোট ১০টি ড্রোন আজ বুধবার সকালে তারা ভূপাতিত করেছে।
প্রথমে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা তিনটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। পরে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে আরও সাতটি ড্রোন ভূপাতিত করার কথা জানানো হয়। এসব ড্রোনের কারণে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি এলাকায় সাইরেন বেজে ওঠে। খবর আল-জাজিরার।
নেতানিয়াহুর দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০০ জনের বেশি।
ইরানের হামলার জেরে ৩ হাজার ৮০০ জনের বেশি মানুষকে তাঁদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর।
রিপোর্টার্স ২৪/এমবি