বিশেষ প্রতিনিধি, রিয়াদ হাসান।।
স্টাফ রিপোর্টার : এক দিনের অনুপস্থিতির পর আবারও জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যোগ দিয়েছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। সংলাপে ফিরে তারা পেয়েছে উষ্ণ অভ্যর্থন। এসময় উপস্থিত রাজনৈতিক দলের নেতারা করমর্দন ও কোলাকুলির মাধ্যমে তাদের স্বাগত জানান।
বুধবার (১৮ জুন) সকাল ১১টা পেরিয়ে যাওয়ার পর ঢাকার বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমির ‘দোয়েল মাল্টিপারপাস হলে’ প্রবেশ করেন জামায়াতের তিন সদস্যের প্রতিনিধিদল। এতে ছিলেন জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।
প্রবেশমুখেই জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জামায়াতের প্রতিনিধিদের শুভেচ্ছা জানান। এরপর জামায়াত নেতারা একে একে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আপনারা ফিরে এসেছেন দেখে ভালো লাগছে। আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ব। জবাবে হাসিমুখে তাহের বলেন, এটা তেমন কিছু না, আমরা সবাই এক সঙ্গে আছি এবং থাকব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জামায়াত নেতা তাহেরকে জড়িয়ে ধরে হাস্যরস করে বলেন, “আমি ৭০, আর উনি ৭১!”। এসময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকেও ডেকে নিয়ে আলোকচিত্রীদের ভালো করে ছবি তুলতে বলেন তিনি।
এর আগের মঙ্গলবার (১৭ জুন) জামায়াতে ইসলামী ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি। দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা “প্রতিবাদ হিসেবে” আলোচনা থেকে বিরত ছিল।
জামায়াতের মতে, লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে ৩ জুন অনুষ্ঠিত বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়, সেটিকে ‘অসঙ্গত’ বলে মনে করে দলটি। এ বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, আমরা প্রতিবাদস্বরূপ ওই বৈঠকে যাইনি।
রিপোর্টার্স২৪/আরএইচ