বিশেষ প্রতিনিধি, masum।।
ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ২৮টি ‘শত্রু বিমান’ ট্র্যাক করে ভূপাতিত করেছে। তারা জানিয়েছে, তাদের মধ্যে একটি ছিল একটি গুপ্তচর ড্রোন যা “সংবেদনশীল” স্থান থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল।
মঙ্গলবার (১৭ জুন) রাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এমন খবর দিয়েছে।
আল জাজিরা জানায়, ইরানের সেনাবাহিনী এর আগে অসংখ্য ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে ইরানে তাদের অভিযানের সময় তাদের কোনও ক্রু বা বিমান ক্ষতিগ্রস্ত হয়নি।
এদিকে ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন করে আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে আল জাজিরা।
ইরানের তাসনিম সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা জানায়, ইরানি বাহিনী "কিছুক্ষণ আগে" (মঙ্গলবার রাতে) ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী এখনও পর্যন্ত বলেনি যে তারা লঞ্চ শনাক্ত করেছে বা লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেছে।
রিপোর্টার্স ২৪/এমবি