বিশেষ প্রতিনিধি, রিয়াদ হাসান।।
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহর জামায়াতের উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বাদ মাগরিব শহরের জামায়াত কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন শহর জামায়াতের ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিরা।
শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ এবং নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া সদর আসনের প্রতিটি কেন্দ্রভিত্তিক কমিটি ও গ্রুপভিত্তিক প্রচার কমিটি গঠন করায় সন্তোষ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ নির্বাচন-প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানান এবং দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টার্স২৪/আরএইচ