বিশেষ প্রতিনিধি, রিয়াদ হাসান।।
বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ অভিযোগ করেছেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা, সংগঠনের গঠনতন্ত্র এবং স্বাভাবিক নিয়মনীতি উপেক্ষা করে পেশীশক্তির মাধ্যমে গোপনে যে কমিটি ঘোষণা করা হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, বিভাগীয় শ্রম দপ্তরের অনুমোদিত নির্বাচনী কার্যক্রমের বাইরে গিয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান একটি প্রভাবশালী মহলের ইঙ্গিতে গোপনে, একতরফাভাবে কমিটি গঠন করেছেন।
এরশাদুল বারী জানান, ১২ মার্চ রাজশাহীর বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ফজলুর রহমান তালুকদারকে চেয়ারম্যান এবং জুয়েল হাসানকে সদস্য সচিব করে এ কমিটিকে ৩০ দিনের মধ্যে গোপন ব্যালটে নির্বাচন সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী ২৪ মে ২০২৫ নির্বাচনের দিন ধার্য করা হলেও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে পরিবহন মালিক আলফাজ হোসেন প্রাং হাইকোর্টে রিট দায়ের করেন। এরপর আদালত ওই নির্বাচনের ওপর দুই মাসের স্থগিতাদেশ দেন।
এরশাদ জানান, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এককভাবে আপিলে যান এবং ৩ জুন স্থগিতাদেশ প্রত্যাহার হয়। কিন্তু নিয়ম অনুযায়ী পুনরায় তফসিল ঘোষণা না করে, বরং পূর্বের তফসিল ও বাতিল মনোনয়ন প্রক্রিয়াকে চালিয়ে গোপনে মনোনয়ন বিতরণ ও জমা দেখিয়ে ১৪ জুন একটি ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, কমিটির অন্যান্য সদস্যদের না জানিয়ে চারমাথা মেঘসিটি কমপ্লেক্সে অবস্থিত অফিস সরিয়ে রাজাবাজারে স্থানান্তর করেন চেয়ারম্যান। সেখানে বসেই তিনি গোপনে, মাত্র ৩০টি মনোনয়ন বিতরণ এবং ৫টি প্রত্যাহারের নাটক সাজিয়ে নির্বাচনের নামে প্রহসন করেন।
এরশাদের দাবি, ১৪ ও ১৫ জুন স্থানীয় বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই কমিটি প্রচারিত হয়েছে তা অবৈধ। এটি রাতের আঁধারে, বিনা ভোটে, একটি বিশেষ মহলকে খুশি করতেই ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, এমন অনিয়ম ও অপকর্ম অতীতেও বিভিন্ন সময়ে গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করেছি। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েও কার্যকর কোনো পদক্ষেপ মেলেনি। বরং এক প্রভাবশালী মহলের ইঙ্গিতে তাঁরা নিরব ভূমিকা পালন করছেন।
সংগঠনের নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এরশাদুল বারী এরশাদ।
রিপোর্টার্স২৪/আরএইচ