বিশেষ প্রতিনিধি, masud।।
সিনিয়র রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা ও তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়েছে।
বদলির আদেশ বলা হয়, রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দকে ডিএমপি গোয়েন্দ বিভাগে এবং তুরাগ থানার ওসি মোহাম্মদ রাহাৎ খানকে রামপুরা থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া একই আদেশে ডিএমপির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এসএম শাহাদত হোসেনকে তুরাগ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। এ আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।