বিশেষ প্রতিনিধি, masud।।
সিনিয়র রিপোর্টার : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে জামায়াতের অনুপস্থিতিকে বয়কট বলা যাবে না। তারা আগামীকাল বুধবারের (১৮ জুন) বৈঠকে যোগ দেবেন। তবে আজ কেন যোগ দেয়নি সে বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানায়নি।
মঙ্গলবার (১৭ জুন) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। আগামী ১২ কার্যদিবসে দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হবে আশা করি।
সরকার নিরপেক্ষতা হারাচ্ছে এমন অভিযোগের উত্তরে প্রেস সচিব বলেন, সরকার নিরপেক্ষ আছে, সবার সঙ্গে সমান আচরণ।
তিনি আরও বলেন, আগামী মাসে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে।
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার যৌথ বিবৃতির নিয়ে জামায়াত ও এনসিপি’র উদ্বেগের বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয় না। মালয়েশিয়ার সরকারও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনায় বসেছে। এটা সব দেশেই আছে।