বিশেষ প্রতিনিধি, masum।।
ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলে আবারও ইরানে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিসহ দেশটির একাধিক গণমাধ্যমের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইসরায়েলে ইরানের হামলায় গত শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
এদিকে ইরানের হামলার পর ইসরায়েলের হাইফা শোধনাগার বন্ধ ঘোষণা করা হয়েছে। হাইফা-ভিত্তিক বাজান গ্রুপ জানিয়েছে যে ইরানের হামলায় বাষ্প ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত বিদ্যুৎ কেন্দ্রটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে আরও বলা হয়েছে যে হামলার পর সমস্ত শোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে তিনজন নিহত হয়েছেন।
এদিকে আজ ইসরায়েলি বাহিনী ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক ভবনে হামলা চালানোর পর ইরান ইসরায়েলি সংবাদ চ্যানেলগুলির জন্য সরে যাওয়ার সতর্কতা জারি করেছে।
"ইরান ইসরায়েলের N12 এবং N14 চ্যানেলগুলির জন্য সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার পরিষেবার উপর ইহুদিবাদী শত্রুর প্রতিকূল আক্রমণের প্রতিক্রিয়ায় এই আদেশ দেওয়া হয়েছে," ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে।
রিপোর্টার্স ২৪/ এম