বিশেষ প্রতিনিধি, রিয়াদ হাসান।।
রিপোর্টার্স ডেস্ক : ২০২৫-২৬ বছরের জন্য রোটারি ইন্টারন্যাশনালের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ইতালির রাগুসা রোটারি ক্লাবের সদস্য ডাক্তার ফ্রান্সেস্কো আরেজ্জো। তার নাম ঘোষণা করা হয়েছে ‘কল্যাণের পথে মিলি একসাথে’ স্লোগানে, যা রোটারির নতুন দৃষ্টিভঙ্গির একটি প্রতীক।
সোমবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ড. ফ্রান্সেস্কো আরেজ্জো একজন অভিজ্ঞ অর্থোডোন্টিস্ট (দাঁতের চিকিৎসা বিশেষজ্ঞ), যিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে প্রাইভেট প্র্যাকটিসে নিযুক্ত আছেন। চিকিৎসা পেশার বাইরেও তিনি সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি রাগুসা প্রদেশে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইটালিয়ান ডেন্টিস্টসের ভাইস প্রেসিডেন্ট এবং ন্যাশনাল ট্রাস্ট ফর ইটালির রাগুসা প্রতিনিধি দলের প্রতিষ্ঠাতা ও সাত বছরব্যাপী প্রধান ছিলেন।
এছাড়া, সোভারেইন অর্ডার অব মাল্টার একজন নাইট অফ অনার অ্যান্ড ডেভোশন ইন অবেডিয়েন্স উপাধিতে ভূষিত হয়েছেন আরেজ্জো।
রোটারির সঙ্গে তার সম্পর্ক দীর্ঘ ও নিবেদিত। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি রোটারির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন—এর মধ্যে রোটারির বোর্ড অব ডিরেক্টরসের সদস্য, যুগ্ম কৌশলগত পরিকল্পনা কমিটির ভাইস চেয়ারম্যান, লার্নিং ফ্যাসিলিটেটর, এবং ডিস্ট্রিক্ট কনফারেন্সে প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রোটারি ফাউন্ডেশনের একজন বেনেফেক্টর হিসেবেও অবদান রাখছেন।
পারিবারিক জীবনে তিনি তার স্ত্রী আন্না মারিয়া ক্রিসিওনের সঙ্গে বাস করছেন, যিনি একজন পর্যটন উদ্যোক্তা। এই দম্পতির দুটি সন্তান রয়েছে।
রিপোর্টার্স২৪/আরএইচ