বিশেষ প্রতিনিধি, রিয়াদ হাসান।।
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বিনা উদ্ভাবিত আমন ধানের আন্ত:পরিচর্যা ও বীজ সংরক্ষণের বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৬ জুন) মাদারীপুর সদর উপজেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার স্থানীয় উপ-সহকারি কৃষি অফিসারা অংশগ্রহণ করে।
এই কর্মশালায় প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে, যাতে তারা কৃষকদের মধ্যে এই জ্ঞান বিতরণ করতে পারেন। এই প্রশিক্ষণ কর্মশালায় মূলত বিনা উদ্ভাবিত আমন ধানের উন্নত জাতগুলির চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা, এবং বীজ সংরক্ষণের কৌশল, ভালো মানের বীজ উৎপাদন, বীজ বাছাই, শুকানো, এবং সংরক্ষণের সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।এছাড়াও, বীজ সংরক্ষণে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার উপায় নিয়ে আলোকপাত করা হয়
কর্মশালায় প্রধান অতিথি ড. মো: হারুনার রশিদ বলেন, বিনা শুধু ধানের উন্নত জাত উদ্ভাবনই নয়, সরিষা ও অন্যান্য ফসলের ক্ষেত্রেও সাফল্য অর্জন করেছে। আমাদের উদ্ভাবনগুলো কৃষকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। আমাদের উদ্ভাবনগুলো কৃষকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। বিনা উদ্ভাবিত আমন ধানের জাতগুলো স্বল্পকালিন। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলে শস্যনিবিড়তা বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ মাদারীপুর জেলা উপপরিচালক ড, সন্তোষ চন্দ্র চন্দ প্রকল্প পরিচালক ড, মাহবুবুল আলম তরফদার, উপজেলা কৃষি অফিসার দীপ্তি রানী সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার প্ললব কুমার বাগচী, বিনার উপ-প্রকল্প পরিচালক ড. মো. আশিকুর রহমান প্রমুখ।
রিপোর্টার্স২৪/আরএইচ