বিশেষ প্রতিনিধি, masum।।
ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলি হামলায় স্থানীয় সময় রোববার রাতে ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধানসহ ও দুই ইরানি জেনারেল নিহত হয়েছেন।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন যে ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনে "ইচ্ছাকৃত এবং নির্মম হামলা" চালিয়েছে।
"এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে আমার বেশ কয়েকজন সহকর্মীও রয়েছেন যাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে," খতিবজাদেহ এক্স-এ বলেছেন।