বিশেষ প্রতিনিধি, masum।।
ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলের ৪৪টি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়।
ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার আহমাদ আলি জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা ৪৪টি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার গুলি করে নামানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এ কথা জানিয়েছে আল–জাজিরা।
আরেকটি মরদেহ উদ্ধার, ইরানের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা বেড়ে ১৪
ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। সিএনএন জানিয়েছে, ইরান গত শুক্রবার থেকে ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সেই হামলায় এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে বলে আজ রোববার নিশ্চিত করেছে ইসরায়েল সরকার।
ইসরায়েলের কেন্দ্রস্থলের শহর বাত ইয়ামে গত রাতে একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপ থেকে আরও এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই হামলায় কমপক্ষে ৭ জন নিহত হন বলে জানিয়েছেন জরুরি পরিষেবা ও সরকারি কর্মকর্তারা।
রিপোর্টার্স ২৪/এম