বিশেষ প্রতিনিধি, রিয়াদ হাসান।।
রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার (১৫ জুন) বলেছেন, ইসরাইলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য ইরানকে ‘চরম মূল্য’ দিতে হবে।
জেরুজালেম থেকে এএফপি জানায়, তেল আবিবের কাছে উপকূলীয় শহর বাত ইয়ামে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থল পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন, ‘বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের পূর্বপরিকল্পিতভাবে হত্যার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে।’
এর আগে, শনিবার রাতভর পাল্টা-পাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন। বিশেষ করে ইসরায়েলের বাত ইয়ামের আবাসিক এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার দিনের আলোয় বাঙ্কার থেকে বের হয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরেও দেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরানের হামলাকে ‘বেসামরিক নাগরিক, নারী ও শিশুদেরকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা’ বলেও অভিহিত করেন তিনি। ইরানকে ইসরায়েলের ‘অস্তিত্বের জন্য হুমকি’ বলেও মন্তব্য করেন নেতানিয়াহু।
রিপোর্টার্স২৪/আরএইচ