বিশেষ প্রতিনিধি, রিয়াদ হাসান।।
স্টাফ রিপোর্টার : প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ জুন) বিকাল ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
এদিন সন্ধ্যায় তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও গণফোরাম এর কেন্দ্রীয় সভাপতি মোস্তফা মহসিন মন্টু আজ বিকাল ৫:১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
তিনি আরও লেখেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মোস্তফা মহসিন মন্টু এর মৃত্যুতে এক গভীর শূণ্যতার সৃষ্টি হলো। তিনি ছিলেন এদেশের একজন সুপরিচিত রাজনীতিবিদ। স্বাধীনতা-সংগ্রাম এবং মুক্তিযুদ্ধসহ জাতির নানা-ক্রান্তিকালে তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত জনস্বার্থে খুবই কার্যকর হতো। ‘৭১ এর স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর গুরুত্বপূন অবদানের জন্যও তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।
আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর পরিবার-পরিজন ও শুভ্যানুধ্যায়ীদের সমবেদনা জ্ঞাপন করছি।
রিপোর্টার্স২৪/আরএইচ