বিশেষ প্রতিনিধি, রিয়াদ হাসান।।
মাদারীপুর প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ বলেছেন, লন্ডন বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বৈঠকের ফলে এদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নির্বাচনের একটি রোডম্যাপ নির্ধারণ করায় এদেশে অস্তিরতা নিরসন হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেলে মাদারীপুরের ঝাউদি ইউনিয়ন যুবদলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
আসাদুজ্জামান পলাশ বলেন, ১৩ জুনের আগে এদেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল। ফলে সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস আর তারেক রহমান লন্ডনে বসে বৈঠক করেন। সেখানে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একমত হয়ে সুনিদির্ষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ দিয়েছেন। ফলে এপ্রিলের নির্বাচন ফেব্রুয়ারীতে হবে, এতে সারা দেশে শান্তির বাতাস বইছে। এছাড়া বিএনপি প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছে ফেব্রুয়ারীর নির্বাচনে। এসময় পলাতক হাসিনার সমালোচনা করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহামুদ আলম সরদার ও জেলা কৃষকদলের আহ্বায়ক অলিউর রহমান দর্জি প্রমুখ। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/আরএইচ